| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত দুদকের মামলায় তারেক-জোবাইদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু


দুদকের মামলায় তারেক-জোবাইদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু


রহমত নিউজ ডেস্ক     21 May, 2023     09:08 PM    


জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

আজ (২১ মে) রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলার বাদী দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জহুরুল হুদা  সাক্ষ্য দেন। তার সাক্ষ্য শেষে আদালত বৃহস্পতিবার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন। দুদকের বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১৩ এপ্রিল তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের মালিক হওয়া এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। পরে ২০০৮ সালের ৩১ মার্চ এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক। তারেক রহমান ও জোবাইদা ২০০৮ সাল থেকে লন্ডনে রয়েছেন।